অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট ) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন , এডাস্ট ডিবেটিং সোসাইটির (এডিএস) ২০২৫ সেশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন রায়হান সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন ডলার । রায়হান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ সেশনের এবং সোহরাব হোসেন ডলার একই বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ।
রোববার (২৬ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের এডিএস কার্যালয়ে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিপুল ভোটে তারা উভয়ই নির্বাচিত হন । সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তারা আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
সভাপতি রায়হান সরকার বলেন,
যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে তার প্রতি শ্রদ্ধা রেখে, এ ক্লাবের বিতার্কিকদের যথাযথ পরিচর্যা ও প্রেষণা দেওয়ার মাধ্যমে একটি যুক্তি নির্ভর প্রজন্ম উপহার দেওয়ার দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা থাকবে
কমিটিতে নবনির্বাচিত সাধারণত সম্পাদক সোহরাব হোসেন ডলার বলেন, যুক্তিশীল সমাজ গঠনে এই ক্লাবের যে অবদান সেটিকে আরও তরান্বিত করার প্রচেষ্টা থাকবে। এটি এক গুরুদায়িত্ব, যেটি একই সাথে আনন্দের। ভয়কে জয় করে ক্লাবের সমৃদ্ধ ইতিহাসকে আরও সমৃদ্ধতর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এডিএসের চিফ মডারেটর রুহান মাহমুদ শামস।
এ ছাড়া, নির্বাচন চলাকালে এডিএসের মডারেটর ব্যারিস্টার মামুন খান , তাশফিয়া জামান, ফাহমিদা কাসেম উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হালিম সরকার, সহ প্রকাশনা: রজত কান্তি, নির্বাহী সম্পাদক: মো: রাকিব শেখ, বার্তা সম্পাদক: মোঃ মাহামুদুর রহমান সজিব এই পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এর জন্য আবেদিত E-mail: dailysomoyeralo.news@gmail.com Mobile: 01889911924 বাসা নং ৪২/ ই রোড নং ৬/এ সেক্টর ৫ উত্তরা, ঢাকা বাংলাদেশ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫