টাকার অভাবে শহরে গিয়ে ডাক্তার দেখাতে পারিনি, গ্রামের যুবকরা আমাকে সহ আমাদের গ্রাম ও আশেপাশের অনেক গ্রামের লোকজনকে ফ্রিতে পরিপূর্ণ চিকিৎসার সু-ব্যবস্থা করে দিয়েছে বলে সাতগাঁও গ্রামের রহিমা বেগম জানান।
রহিমার মতো পশারচাঁদ গ্রামের হালিমা আক্তার, খাদুরাইল আলম সহ অনেকেই চিকিৎসা শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, শরীরের নানানবিধি অসুস্থতার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর বা ঢাকাতে গিয়ে ভালো ডাক্তার দেখিয়ে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা গ্রহণ করা আর্থিক ও যাতায়াতের কষ্টসাধ্য হওয়াই গ্রামের ফার্মেসি থেকে ঔষুধ কিনে খেয়ে সাময়িক পরিত্রাণের ব্যবস্থা করে আসছিলাম। সাতগাঁও মানব সেবা যুব সংগঠনের যুবকরা আমাদের চিকিৎসার অভাব পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাদের এই মহৎকর্মের জন্য উত্তম প্রতিদানে কবুল করুক।
৩১ জানুয়ারী শুক্রবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাতগাঁও মানবসেবা যুব সংগঠন এর উদ্যোগ, ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ এর সার্বিক সহযোগিতায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ড্রিমার্স এর ডাক্তার ও টেকনোলজিস্টর ৩৮ জন এর পাশাপাশি সাতগাঁও মানব সেবা যুব সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক এর দিনব্যাপী অক্লান্ত শ্রমের মাধ্যমে এই ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ প্রায় বারশত থেকে দের হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা, বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা সহ প্রয়োজনীয় পরামর্শ পেয়েছে।
সাতগাঁও মানব সেবা যুব সংগঠনের সভাপতি নিয়াজ মোহাম্মদ আল-আমিন এর তত্বাবধানে ও নেতৃত্বে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, বাবুল মিয়া, ময়দর মিয়া, রাসেল,শামসুল আলম, মাকসুদ চৌধুরী,দেবদূত দাস রাজু,ফরিদ মিয়া মেম্বার,হাচু মিয়া, শাহীন মিয়া,নিয়াজ নূরুল হক,গোলাপ মিয়া,বিল্লাল মিয়া মেম্বার ও সিনিয়র সহ-সভাপতি মিলন মৃধা,সহ-সভাপতি সাদেকুল ইসলাম নিয়ামত উল্লাহ, দুলাল মিয়া, আনোয়ার মৃধা,নিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সৈয়দ হোসাইন, সানাউল হক,জাকির হোসেন,মনির, তরিকুল ইসলাম সোহান, মিঠু ইসলাম সাকিব,সবুজ, রাব্বি,আবু বক্কর,কামরুল ইসলাম সহ সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চ এর তথ্য ও হিসাব অনুযায়ী তারা প্রায় দের হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা করা হয়। যা অন্য কোন হাসপাতাল বা ক্লিনিক থেকে গ্রহন করতে গেলে প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হতো।