(ব্রাহ্মণবাড়িয়া) বিজয়গর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ত্রৈবার্ষিক স্কাউট কাউন্সিল গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব “সাধনা ত্রিপুরা! অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও তিনবারের সম্পাদক মোহাম্মদ ঈমরান খান,অধ্যক্ষ, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজ। বাংলাদেশ স্কাউটস বিজয়নগর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে বিভিন্ন পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন স্তরের শিক্ষকদের অংশগ্রহণ এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হয়েছেন বিজয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, কালাছড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ইউছুফ ভূইয়া। কমিশনার হয়েছেন মোঃ হাফেজুল ইসলাম ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফেজুল ইসলাম, কোষাধ্যক্ষ মনোনীত হয়েছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবউল্লাহ ভূঁইয়া, বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিপন মিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস বিজয়নগর উপজেলা শাখার সভাপতি হিসেবে পদঅধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন।