হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলার খাদুরাইল নূরুল কুরআন ইসলামীয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত কমিটি গঠন বিষয়ে আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি বোরহান হক কাসেমী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জম কাসেমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক হাফেজ মুফতি জুনায়েদ কাসেমী।
হাফেজ কারী মোবাশ্বির হোসাইনের কোরআন তেলওয়াত এর মাধ্যমে ও হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলার নেতা হাফেজ মাওলানা এনামুল হক বাশারী, মাওলানা কবির হোসাইন ও মুফতি রহমতুল্লাহ কাসেমী এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ বিজয়নগর উপজেলার নেতা মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম, মুফতি সাঈদ আল মামুন, মাওলানা শফিকুল ইসলাম, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মাওলানা আফজাল হোসেন, মাওলানা কাজী জিয়াউর রহমান, মাওলানা সাহেদ আলী, মাওলানা সারোয়ার হোসাইন প্রমুখ।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার নতুন সভাপতি হিসেবে মাওলানা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা মুফতি এনামুল হক বাশারী (সুমন) সহ ১৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এসময় ৩১ সদস্য বিশিষ্ট সিনিয়র আলেমের সমন্বয়ে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়।
বার্তা প্রেরক
বিজয়নগর থেকে
এস এম কিবরিয়া