নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরা সীমান্তে নারী ও শিশু সহ ১০ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম(২৬), সদর উপজেলার বাকাল এলাকার মনিরা বিবি(২৬), লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার রুমা আক্তার(২৫), বরিশাল জেলার হিজলা থানার ময়না বেগম(২৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার শারমিন বেগম(৩০)। এদের সাথে পাঁচজন শিশু রয়েছে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক আরও জানান, ছয় মাস আগে আটক ব্যক্তিরা চাকুরি এবং অন্যান্য কাজের উদ্দেশ্যে পাসপোর্ট ছাড়া সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যান। আজ ভোরে তারা বাংলাদেশে প্রবেশ করবে এমন গোপন খবরের ভিত্তিতে সুলতানপুর বিওপির পোতাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হালিম সরকার, সহ প্রকাশনা: রজত কান্তি, নির্বাহী সম্পাদক: মো: রাকিব শেখ, বার্তা সম্পাদক: মোঃ মাহামুদুর রহমান সজিব এই পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এর জন্য আবেদিত E-mail: dailysomoyeralo.news@gmail.com Mobile: 01889911924 বাসা নং ৪২/ ই রোড নং ৬/এ সেক্টর ৫ উত্তরা, ঢাকা বাংলাদেশ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫