মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ নগরীর শীর্ষ সন্ত্রাসী রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজুকে’ (৩৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর সানকিপাড়া বাজার এলাকায় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়, রাজীব আহমেদ রাজ ওরফে ‘পুইট্টা রাজু’ নগরীর লিচু বাগান মহল্লার আব্দুস সালামের ছেলে।
হত্যার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, রাজীব আহমেদ রাজ ওরফে পুইট্টা রাজুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। কি কারণে বা কারা হত্যা করেছে পুলিশ খতিয়ে দেখছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হালিম সরকার, সহ প্রকাশনা: রজত কান্তি, নির্বাহী সম্পাদক: মো: রাকিব শেখ, বার্তা সম্পাদক: মোঃ মাহামুদুর রহমান সজিব এই পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এর জন্য আবেদিত E-mail: dailysomoyeralo.news@gmail.com Mobile: 01889911924 বাসা নং ৪২/ ই রোড নং ৬/এ সেক্টর ৫ উত্তরা, ঢাকা বাংলাদেশ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫