নবাগত সাদুল্লাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২০ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন, সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি তাজুল ইসলাম রেজা ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ। মতবিনিময়কালে সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বিষয়গুলো তুলে ধরেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, “সবার সহযোগিতা পেলে এ বিষয়গুলো দ্রুত সমাধান এবং বাস্তবায়ন করা হবে।