মোঃ সাবিউদ্দিন: নোয়াখালীর চাটখিল উপজেলায় আল-ফারুক ইসলামী একাডেমি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম (৩৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর গ্রামের মিদ্দা বাড়ির ইব্রাহিম খলিলের ছেলে।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়।
বলাৎকারের শিকার শিশুদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। গত কয়েক মাস ধরে ভয় দেখিয়ে নুরানি শাখার শিক্ষক সাইফুল ইসলাম চার শিক্ষার্থীকে মাদ্রাসার ভেতরে বলাৎকার করেন। ভুক্তভোগী শিশুরা তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরে তারা চাটখিল থানায় অভিযোগ করেন।
বৃহস্পতিবার এক শিশুর মা বাদী হয়ে চাটখিল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হালিম সরকার, সহ প্রকাশনা: রজত কান্তি, নির্বাহী সম্পাদক: মো: রাকিব শেখ, বার্তা সম্পাদক: মোঃ মাহামুদুর রহমান সজিব এই পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এর জন্য আবেদিত E-mail: dailysomoyeralo.news@gmail.com Mobile: 01889911924 বাসা নং ৪২/ ই রোড নং ৬/এ সেক্টর ৫ উত্তরা, ঢাকা বাংলাদেশ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫