জেলা প্রতিনিধি মোহাম্মদ রাকিব শেখ : ০৮ নং বোয়ালী ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ।[১][২] এটি ৩২.৮১ কিমি২ (১২.৬৭ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত। এই ইউনিয়নটিতে বিগত বছরগুলোতে সরকার কর্তৃক দেয়া অসহায় গরিব মানুষদের ঈদ উপহার তথা ভিজিএফ এর কার্ড বিতরণ ও চাল বিতরণে চলে ব্যাপক দুর্নীতি। ইউনিয়ন পরিষদে চাল দেওয়ার সময় সরজমিনে মোছাম্মদ সালমা আক্তার কে জিজ্ঞেস করলে বলেন, ভিজিএফ কার্ডে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৮.৭৫ - ৯ কেজির বেশি পাওয়া যায় না। বিগত বছরগুলোতে গরিব অসহায় মানুষের তুলনায় বেশিরভাগই দেখা মিলে স্থানীয় কিছু পাইকারি চাল ব্যবসায়ীদের। যারা ইউনিয়ন পরিষদের মেম্বার, ভাইস চেয়ারম্যানদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাবের মাধ্যমে স্লিপ কার্ডগুলো ক্রয় করে থাকেন। বিভিন্ন কৌশলে চাল ব্যবসায়ীদের সাথে আলাপ কালে জানা যায় একটি করে ভিজিএফ কার্ড বিক্রি হয় ২৩০-২৫০/-। অনেকাংশে জানা যায় ইউনিয়নের মেম্বার, ভাইস চেয়ারম্যান সরাসরি সম্পৃক্ত না থেকে তাদের কিছু কর্মীর মাধ্যমে কার্ডগুলো সাপ্লাই করে থাকেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বিভিন্ন সূত্রে তাদের নাম জানতে চাওয়া হলে চাল ব্যবসায়ী একটু ভয়ে বলেন: আমি কারো নাম নিতে চাই না বাবা। নাম নিলেই সমস্যা। যদি নামের লিস্ট টানা যায় তাহলে ইউনিয়নের হয়তো কোন জনপ্রতিনিধির নামই বাদ যাবে না। ছিন্নমূল বিধবা, গরিব, অসহায় মানুষের স্লিপ ও চাল বিক্রি করে খাওয়া এযেন হয়ে উঠেছে ৮ নং বোয়ালি ইউনিয়নের জনপ্রতিনিধিদের এক ঈদ উৎসব। শুধু তাই নয় স্থানীয় সূত্র আরোও জানা যায় বিভিন্ন প্রকল্প, প্রকল্প বাস্তবায়ন, রাস্তাঘাট সংস্কার, রক্ষণাবেক্ষণ সহ ইউনিয়ন পরিষদের সকল বিষয়ে রয়েছে তাদের ব্যাপক গ্রুপিং এবং আধিপত্য। যার দেখার যেন কেউ নেই?
প্রকাশক ও সম্পাদক: মোঃ আব্দুল হালিম সরকার, সহ প্রকাশনা: রজত কান্তি, নির্বাহী সম্পাদক: মো: রাকিব শেখ, বার্তা সম্পাদক: মোঃ মাহামুদুর রহমান সজিব এই পোর্টালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধন এর জন্য আবেদিত E-mail: dailysomoyeralo.news@gmail.com Mobile: 01889911924 বাসা নং ৪২/ ই রোড নং ৬/এ সেক্টর ৫ উত্তরা, ঢাকা বাংলাদেশ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫