আসসালামু আলাইকুম
যুবসমাজের উদ্যোগে বাইতুন নূর জামে মসজিদ এর উন্নয়নকল্পে- বিশাল তাফসীরুল কুরআন মাহফিল-২০২৫
স্থান: পূর্ব খামার বোয়ালি চৌরঙ্গী বাজার, গাইবান্ধা সদর গাইবান্ধা। তারিখ: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং, রোজ: সোমবার, সময়: বাদ আসর হইতে…..উক্ত মাহ্ফিলে সভাপতিত্ব করবেন: আলহাজ্ব মোঃ আব্দুস সোবহান সরকার, সাবেক সভাপতি, বায়তুন নূর জামে মসজিদ, পূর্ব খামার বোয়ালী, চৌরাঙ্গী বাজার, সদর গাইবান্ধা। প্রধান বক্তা: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কুরআন, হাফেজ হযরত মাওঃ মোঃ আব্দুর রশিদ সরকার রংপুর, খতিব, রংপুর বাস টার্মিনাল জামে মসজিদ, রংপুর। দ্বিতীয় বক্তা হিসাবে উপস্থিত থাকবেনঃ হাফেজ মাওলানা হারুন অর রশীদ সিদ্দিকী পরিচালক, আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল দারুল আরকান মাদ্রাসা, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। তৃতীয় বক্তাঃ মুফতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, ইমাম ও খতিব, বায়তুন নূর জামে মসজিদ, পূর্ব খামার বোয়ালী, চৌরাঙ্গী বাজার, সদর, গাইবান্ধা। আরোও স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন: জনাব মোঃ শহিদুল ইসলাম (সাবু) চেয়ারম্যান, ৮নং বোয়ালী ইউনিয়ন পরিষদ, সদর, গাইবান্ধা। বিশেষ মেহমানঃ জনাব আলহাজ্ব মাওঃ মোঃ শরিফুল ইসলাম (মিঠু) সভাপতি, বায়তুন নূর জামে মসজিদ, পূর্ব খামার বোয়ালী, চৌরাঙ্গী বাজার, সদর, গাইবান্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী, মেসার্স শরীফ ট্রেডার্স, ভি—এইড রোড, কালীবাড়ী মোড়, গাইবান্ধা।
মাহ্ফিল পরিচালনায়ঃ জনাব মোঃ এনামুল হক সরকারসাধারণ সম্পাদক, বায়তুন নূর জামে মসজিদ, পূর্ব খামার বোয়ালী, চৌরাঙ্গী বাজার, সদর, গাইবান্ধা। বিঃদ্রঃ মহিলাদের জন্য পর্দাসহ বসে প্রজেক্টরে ওয়াজ দেখা ও শোনার সু—ব্যবস্থা থাকিবে।
উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া অশেষ ছোওয়াব হাসিল করুন। আহ্বানে: মাহ্ফিল এন্তেজামিয়া কমিটি বায়তুন নূর জামে মসজিদ, পূর্ব খামার বোয়ালী, চৌরাঙ্গী বাজার, গাইবান্ধা সদর, গাইবান্ধা। সার্বিক সহযোগিতায়ঃ অত্র এলাকাবাসী।