ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান বিজয়নগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে উপজেলার প্রধান সড়ক আমতলী বাজারে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ থেকে ‘বুকের রক্ত দিয়ে প্রতিহত’সহ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জেলার বিএনপির সম্মেলন করতে দেওয়া হবে না’ বলে হুশিয়ারি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিলন মৃধা, নুরুল হক নিয়াজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ তরিকুল ইসলাম সোহান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির, ইছাপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, হরষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ এবাদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আমির হোসেন, চান্দুরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ ইউনূস মিয়া, মোঃ জহিরুল ইসলাম,,সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক বিজয়নগর উপজেলা ছাত্রদল এবং ৩নং ইছাপুরা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাগর আহমেদ। ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খা। চান্দুরা ইউনিয়ন ছাত্রদলনেতা আব্দুল হান্নান।উপজেলা যুবদল নেতা মোঃ হাবুল মিয়া, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মোঃ রাফি, মোঃ তানভীর, মিঠু ইসলাম, চান্দুরা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ লিটন মিয়া, চান্দুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মানিক মিয়া প্রমুখ। এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সকলের প্রস্তুতি নিলেও অপরপক্ষের অনড় বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি। গত ২২ জানুয়ারি সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আ জ ম মোরশেদ আল মামুন স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে এক গণবিজ্ঞপ্তিতে আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।