• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
সার্টিফিকেট জালিয়াতির বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর সংবাদ সম্মেলনে হয় আমাদের এই জীবন বিসর্জন দিব না হয় এমপিও নিয়ে বাড়িতে ফিরব শিক্ষক। গাইবান্ধায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার সাদুল্লাপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় পলাশবাড়ীতে, কোর্টের রায়ে জমি বুঝিয়ে দিচ্ছেন প্রশাসন। শেখ পরিবারের নির্যাতনের বিরুদ্ধে বিএনপি নেতা সংবাদ সম্মেলন!! গাইবান্ধায় চল্লিশা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক বিভিন্ন বয়সী মানুষ। এদের মধ্যে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০০ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিজয়নগরে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন!! এবার যুরাষ্ট্রেও দল হারালেন সাকিব সরকারের ভিতর সরকার

রংপুর জেলার পীরগঞ্জে যাত্রা গানের শিল্পী ঝিনুকের খন্ডিত মাথা ৪১ ঘন্টা পর উদ্ধার

বিশেষ প্রতিনিধি মোছাঃ লাবুনী আক্তার  / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫

রংপুর জেলার পীরগঞ্জে যাত্রা গানের শিল্পী দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) ‘কে জবাই করে মাথা নিয়ে যাওয়ার ৪১ ঘন্টা পর পুলিশ এবং র‍্যাব সদস্যরা খুনী আতিকুর রহমান (৩৫) কে সাথে নিয়ে ঝিনুকের খন্ডিত মাথাটি উদ্ধার করেছে। ৮ই ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার করতোয়া নদীর টোংড়ার দহ নামকস্থান থেকে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সকালে পুলিশ ওই নদীর বড় বদনার পাড়া নামকস্থান থেকে মাথা বিহীন লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।জানা গেছে,পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের বড় বদলা পাড়া গ্রামের মুনছুর আলীর ছেলে আতিকুর রহমান (৩৫)। সে একজন পেশাদার জুয়াড়ী হওয়ায় মাঝে মাঝেই বিভিন্ন স্থান থেকে তার বাড়িতে যাত্রা গানের শিল্পী নিয়ে আসতো। কয়েকদিন আগে সে নীলফামারীর জলঢাকা উপজেলার গোল মুন্ডা ইউনিয়নের পশ্চিম গোল মুন্ডা ফকিরপাড়ার রবিউল ইসলামের স্বামী পরিত্যক্তা মেয়ে দেলোয়ারা বেগম ঝিনুক (৩৬) কে তার বাড়িতে নিয়ে আসে।

গত শুক্রবার সকালে পীরগঞ্জের করতোয়া নদীর তীরে বড় বদনার পাড়ায় একটি মরিচের ক্ষেত থেকে ঝিনুকের মাথা বিহীন লাশ পুলিশ উদ্ধার করে। পরে উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ এবং র‍্যাব-১৩ এর গোয়েন্দা সংস্থার সদস্যরা আতিকুর রহমান’কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঝিনুকের ফেলে রাখা লাশের স্থান থেকে ১ কিলোমিটার দূরে ওই নদীর টোংড়ার দহ নামকস্থানে নদীপাড়ে কাঁদার নীচ থেকে ঝিনুকের খন্ডিত মাথাটি ৪১ ঘন্টা পর শনিবার বিকেলে উদ্ধার করে। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিং করেন রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম। এ সময় রংপুর সি-সার্কেলের এএসপি আসিফা আফরোজ আদরী, ওসি এমএ ফারুক উপস্থিত ছিলেন। ঘটনার ক্লু উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করেছে।

পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আতিকুর একটি ধারালো ছোরা দিয়ে ঝিনুককে জবাই করে লাশ ফেলে রেখে মাথাটি নিয়ে গিয়ে নদীরপাড়ে পুঁতে রাখে। তাকে সাথে নিয়ে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়।উল্লেখ্য,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের মৃত মহির উদ্দিন এর ছেলে রেজাউল করিমের সাথে বিয়ে হয়েছিল ঝিনুকের। পরে তা তালাক হয়ে যায়।


More News Of This Category
bdit.com.bd